বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিলকে (IFAD) আহ্বান জানিয়েছেন, যেন তারা দেশের তরুণ কৃষি উদ্যোক্তাদের জন্য একটি ‘সোশ্যাল বিজনেস ফান্ড’ গঠন করে। তিনি বলেন, বাংলাদেশের বিশাল তরুণ জনগোষ্ঠীকে কৃষি ও গ্রামীণ অর্থনীতির উন্নয়নে যুক্ত করতে হলে এমন একটি তহবিল অত্যন্ত কার্যকর ভূমিকা রাখতে পারে।
ড. ইউনূসের মতে, “সোশ্যাল বিজনেস” বা সমাজভিত্তিক ব্যবসার মাধ্যমে তরুণরা কৃষি খাতে টেকসই উদ্যোগ গড়ে তুলতে পারবে, যা একদিকে কর্মসংস্থান সৃষ্টি করবে, অন্যদিকে দারিদ্র্য হ্রাসেও সহায়ক হবে। তিনি আরও উল্লেখ করেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় কৃষি খাতকে নবীন ও উদ্ভাবনী চিন্তার তরুণদের হাতে তুলে দেওয়া প্রয়োজন।
ইউনূসের এই প্রস্তাবের লক্ষ্য হলো — আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে এমন এক মডেল তৈরি করা, যেখানে কৃষি হবে লাভজনক, টেকসই ও সমাজকল্যাণমুখী।








Leave a Reply